করোনা রোগীদের মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে ট্রাম্পের ঔষধ “হাইড্রোক্সিক্লোরোকুইন”

 

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে “হাইড্রোক্সিক্লোরোকুইন” নামে যে ঔষধ খাওয়ার কথা জানিয়েছেন, তা প্রকৃতপক্ষে কোভিড-১৯ রোগীদের মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক প্রসিদ্ধ জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এর এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

আজ শনিবার (২৩ মে) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, “হাইড্রোক্সিক্লোরোকুইন” মূলত ম্যালেরিয়ার ওষুধ। ম্যালেরিয়ার চিকিৎসায় এই ঔষধ নিরাপদ। কিন্তু করোনার চিকিৎসায় এর কার্যকারিতা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি।

ল্যানসেট-এর গবেষণায় বলা হয়, করোনা রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ার ঔষধ “হাইড্রোক্সিক্লোরোকুইন” ব্যবহারের কোনো উপকারিতা নেই।

৯৬ হাজার করোনা রোগীর ওপর ল্যানসেট-এর গবেষণাটি করা হয়। তাদের মধ্যে প্রায় ১৫ হাজার রোগীকে “হাইড্রোক্সিক্লোরোকুইন” বা একই জাতীয় ঔষধ দেওয়া হয়েছিল।

গবেষণায় দেখা যায়, তুলনামূলকভাবে হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণকারী করোনা রোগীদের হাসপাতালে মৃত্যুর আশঙ্কা ও হৃদযন্ত্রে সমস্যার অভিযোগ বেশD।

এতে আরও দেখা যায়, হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণকারী করোনা রোগীদের মধ্যে মৃত্যুর হার ১৮ শতাংশ। ক্লোরোকুইন গ্রহণকারী করোনা রোগীদের মধ্যে মৃত্যুর হার ১৬ দশমিক ৪ শতাংশ। আর নিয়ন্ত্রিত গ্রুপে মৃত্যুর হার ৯ শতাংশ।

ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া কোনোভাবেই হাইড্রোক্সিক্লোরোকুইন ঔষধ করোনার চিকিৎসায় ব্যবহার করা উচিত হবে না বলেই সতর্ক করেছেন গবেষকরা।

এর আগে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি করোনা পরীক্ষা করেছেন। পরীক্ষায় নেগেটিভ এসেছে। তার মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। কিন্তু তা সত্ত্বেও তিনি করোনার প্রতিষেধক হিসেবে নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন ঔষধ  খাচ্ছেন। কারণ তিনি মনে করেন, এই ঔষধ ভালো। এই ঔষধ সম্পর্কে অনেক ভালো কথা শুনেছেন তিনি।

ওইদিন হাইড্রোক্সিক্লোরোকুইনের সঙ্গে জিঙ্কও খাওয়ার কথা জানান ট্রাম্প। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, করোনায় এই ঔষধ খেলে হৃদযন্ত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.