কমলা হ্যারিসকে নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।
এর আগে কমলা হ্যারিসের বর্ণপরিচয় নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এক পোস্টে দাবি করেন, গত সপ্তাহে মিশিগানে কমলা হ্যারিস সমাবেশ করেছেন। ঐ সমাবেশে লোকসংখ্যা কম হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বেশি সমর্থক দেখানো হয়েছে।
মিশিগানের ডেট্রয়েটে গত সপ্তাহে ঐ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। বিমানবন্দরে কমলা হ্যারিসের জন্য হাজার হাজার সমর্থক অপেক্ষা করেছিলেন বলে দাবি করেছেন ডেমোক্রেটরা। সেই দাবিকেও ভুয়া বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
তবে বিবিসি ও সিএনএনসহ মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কমলা হ্যারিসের সমাবেশে এবং বিমানবন্দরে মানুষের ভিড়ের তথ্য সঠিক। বরং ট্রাম্পের দাবি ভুয়া। বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থাও সমর্থকদের সমাগমের তথ্য সঠিক বলে যাচাই করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.