ঐক্যফ্রন্ট নিজেরাই ঐক্যবদ্ধ নয়, পরিস্থিতি ‘কনট্রোলের’ বাইরে : ওবায়দুল কাদের

ঢাকা প্রতিনিধি: আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ভেতরে জগাখিচুরি অবস্থা। পরিস্থিতি মির্জা ফখরুল সাহেব, তার দলের কনট্রোলের বাইরে।’ ঐক্যফ্রন্ট নিজেরাই ঐক্যবদ্ধ নয় বলেও মন্তব্য করেন তিনি।

আজ সকাল সাড়ে ১০টার সময় ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন,নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই বিএনপি নেতারা মনোনয়ন জমা দেয়নি-মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের (বিএনপি) কাঙ্ক্ষিত জায়গায়, নির্বাচনী এলাকা থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়নি বলে তারা ক্ষোভে, দুঃখে নমিনেশন পেপার জমা দেয়নি।’

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে বলেই পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাবে না ইইউ। ধানের শীষ প্রতীকে জামায়াত প্রার্থীদের নির্বাচন করা প্রসঙ্গে আ. লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সন্ত্রাসী কাজকর্মে বিএনপি-জামায়াত একই বৃন্তের দুটি ফুল। তারা একই মোহনায় একাকার।’

আসন নিয়ে মহাজোটের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা নেই বলেও দাবি করেন ওবায়দুল কাদের।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.