বিটিসি স্পোর্টস ডেস্ক:ঘরের মাঠে শুক্রবার রাতে ‘আই’ গ্রুপের বিশ্বকাপ বাছাইয়ে ইতালি ৫-০ গোলে এস্তোনিয়াকে পরাজিত করেছে। ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও গোলের ফাঁক খুঁজে পায়নি তারা।
দ্বিতীয়ার্ধে ক্রমাগত আক্রমণ চালিয়ে অবশেষে ৫৮তম মিনিটে মোইজে কিন প্রথম গোল করেন। এরপর একে একে জালের দেখা পান মাতেও রেতেগি, জায়াকোমো রাসপাদোরি এবং আল্লেসান্দ্রো বাস্তোনি।
ইতালির নতুন কোচ জেন্নারো গাত্তুসোর অধীনে এটি দলের দ্বিতীয় জয়। ম্যাচে ইতালি প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল রাখে এবং ৪০টি শট নেন, এর মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে এস্তোনিয়া মাত্র চারটি শট নিতে পারে, এর মধ্যে দুটি লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধে ক্রমাগত আক্রমণ করেও গোল করতে পারছিল না ইতালি। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে দিমার্কের ক্রসে রেতেগির ফ্লিক পেয়ে কিন হেডে গোল নিশ্চিত করেন। পরের মিনিটে গোলরক্ষকের হাতে শট আটকে গেলে ব্যর্থ হন তিনি।
এরপর ৬৯ মিনিটে রেতেগি দূর থেকে শট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৭২ মিনিটে রাসপাদোরি হেডে গোল করেন। ৮৯ মিনিটে রেতেগি আবার জালে বল পাঠান। যোগ করা সময়ে বাস্তোনি হেডে গোল করে ব্যবধান ৫-০ তে নিয়ে যান।
এই জয়ে তিন ম্যাচে দুই জয়ে ইতালি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে তিনে আছে। এদিকে এস্তোনিয়া পাঁচ ম্যাচে এক জয়ে চার পয়েন্ট নিয়ে চারে, চারে নরওয়ে চার ম্যাচে চার জয় নিয়ে ১২ পয়েন্টে শীর্ষে এবং সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে ইসরায়েল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.