বিটিসি স্পোর্টস ডেস্ক: কোপা দেল রে’তে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে একমাত্র জয়সূচল গোলটি করেছেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেয় সোসিয়েদাদ।
ম্যাচের ১৯তম মিনিটে সুযোগ পেয়েই দলকে এগিয়ে নেন এন্দ্রিক। জুড বেলিংহ্যামের বাড়ানো পাস থেকে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন ভিনি। প্রথমার্ধের শেষ দিকে দুই দলের লড়াইয়ে বন্ধ হয়ে যায় খেলা। দুই দলের অধিনায়ক ও দুই কোচের সঙ্গে আলোচনা করে কয়েক মিনিট পর আবার খেলা শুরু করেন রেফারি। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
বিরতির পর আক্রমণ পাল্টা-আক্রমণের পসরা সাজায় দু’দল। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরাই। শেষ পর্যন্ত নতুন করে জালের দেখা পায় নি কেউই। ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।
আগামী শনিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগের খেলা। সান্তিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদকে আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসরা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.