বাগেরহাট প্রতিনিধি:এনায়েত আলী খন্দকার নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করায় র্যাংক ব্যাজ পরিয়ে দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল
রবিবার (২০ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বাগেরহাট জেলা পুলিশে কর্মরত এসআই (নি:) মো: এনায়েত আলী খন্দকার নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করায় তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ শামীম হোসেন।
র্যাংক ব্যাজ পরিধান পর্ব শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো: এনায়েত আলী খন্দকার-এর উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালনের দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় পুলিশ সুপার মহোদয় তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.