উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি কাজে বাঁধা ও হুমকি প্রদর্শন মামলায় গ্রেফতার-১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কীটনাশক পানের রোগীকে সেবা দেয়ার সময় সুরাইয়া সুলতানা নামের সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসারকে অকথ্যভাষায় গালিগালাজ মারমুখি আচরণ ও সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা নিজেই বাদি হয়ে উপজেলার নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে শাহিন (৪৫) ও মন্ডবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জয়নুল (৩০)কে আসামী করে এই মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ শাহিনকে গ্রেফতার করে আদালত প্রেরন করেছে।

মামলা সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামের আলপোনা বিবি (৩৫) নামের এক নারী কীটনাশক পান করলে শাহিনসহ স্বজনরা তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

তাকে চিকিৎসা সেবা দেয়া কালে এজাহারভুক্ত আসামীরা জরুরি বিভাগে কর্তব্যরত সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার সুরাইয়া সুলতানাকে অকথ্যভাষায় গালিগালাজ, মারমুখি আচরণ, সরকারি কাজে বাঁধা ও ভয়ভীতি প্রদর্শন করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.