উজিতপুর প্রতিনিধি:বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংঘের কার্যনির্বাহী কমিটির ২০২৫ হইতে ২০২৭ এর কমিটির অনুমোদন দিয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ও নিবন্ধক এ কে এম আখতারুজ্জামান।
১১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটির সভাপতি হলেন, মোঃ নূর আলম, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ইকবাল, কোষাধাক্ষ মোঃ ইউনুছ আহমেদ সজল মৃধা, ক্রীড়া সম্পাদক মোঃ আব্বাস আলী তালুকদার, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ টুপুর মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ হারুন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ আসিকুজ্জামান সরদার শামীম, সমাজ সেবা সম্পাদক মোঃ রেদওয়ান হোসাইন হাওলাদার।
প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৯ সালে বরিশাল সমাজসেবা কার্যালয় থেকে নিবন্ধন লাভ করেন, এরপর থেকে প্রতিষ্ঠানটি মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে বিভিন্ন প্রকার ক্রীড়া ও নাট্য, সংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছেন। একই সাথে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকার কুসংস্কারের বিরুদ্ধে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বেকার যুবকদের বিভিন্ন কর্মমুখি প্রশিক্ষণ প্রদান করে আসছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.