উজিরপুর প্রতিনিধি:বরিশাল জেলার উজিরপুরের বড়াকোঠা গ্রামের এক অসহায় বৃদ্ধার চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ করে করে জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার বড়াকোঠা গ্রামের প্রিয়লাল হালদার (৬৬) নিকোলাজ হালদার (৩৮) এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল একই গ্রামের প্রীয়মতি বেপারি (৮০) বছরের এক বৃদ্ধাকে তার ঘরের চারিদিকে উচু করে বাশ ও নেট দিয়ে শক্ত প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে এক যুগেরও অধিক পূর্বে ক্রয়কৃত ভোগ দখলীয় জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রীয়মতি বেপারীর দুই পুত্র জীবন কৃষ্ণ বেপারী ও খোকন বেপারী বড়াকোঠা মৌজার ৮৭২ খতিয়ানের ৯৮৭,৯৮৮,১০৫৩,১০৫৪ নং দাগের সঞ্জয় শীল, গৌরাঙ্গ লাল হালদার, জীবন চন্দ্র শীল, সঞ্জয় কুমার শীলের কাছ থেকে প্রথমে ২০০৯ সালে পরে বাকী দুটি দলিল ২০১২ সালে সাব কবলা করে মিউটিউশন সহ হালনাগাদ মাঠ পর্চা করে ভোগ দখল করে আসেছেন। বৃদ্ধার দুই পুত্র তিনটি দলিলের মাধ্যমে ৫৯ শতাংশ জমি ক্রয় করেন।ঐ জমিতে বেড়া দিয়ে অবরুদ্ধ করে দখল করে নেন তারা।
এ ব্যাপারে প্রীয়লাল হালদার ও নিকোলাজ হালদার বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে জমি দখলের বিষয়ে বলেন তিনি তাদের সম্পত্তিতে বেড়া দিয়েছেন, কারণ জীবন কৃষ্ণ ও খোকন বেপারী যে কোন সময় জমি বিক্রি করে দিতে পারে তাই বেড়া দিয়ে রেখেছি যাতে কাস্টমার বুঝতে পারে এই সম্পত্তি নিয়ে ভেজাল আছে। এবং এই সম্পত্তি আমাদের ক্রয় করা।
প্রিয়লাল হালদার ও নিকোলাজ দখলীয় যে তিনটি দলিল প্রদর্শন করেন যার দাগ নম্বর ৭৪২,৭৪৮,৭৪৯,৭৬৬. কিন্তু তার সাথে জীবন কৃষ্ণ হালদার ও খোকন বেপারীর ক্রয় কৃত সম্পত্তির কোন প্রকার মিল পাওয়া যায়নি। তবে কয়েকটি একই দাগে জমি ক্রয় করলেও বেশি দখল করে নিয়েছেন।
এ বিষয়ে জীবন কৃষ্ণ বেপারী জানান, শুধুমাত্র আমাদের কে হয়রানি করার উদ্দেশ্যে বিক্রি করার মিথ্যা অজুহাত দেখিয়ে আমার বৃদ্ধ মাকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি এখন বাড়ি থেকে বের হতে পারছে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া সহ সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল সালাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.