উজিরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপন করেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাদি পতিত জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
০৩ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি ফাকা জমিতে স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে গাছের চারা রোপন করা উচিত।
বৃক্ষ না থাকলে অচিরে জল-বায়ুর বিরুপ প্রতিক্রিয়া দেখা যাবে।
যার ফলে বৃষ্টিপাত হবে না অথবা অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে কৃষিকাজ ব্যাহত হবে। যার ফলে খাদ্য শস্য উৎপাদন হবেনা।
আর খাদ্য শস্য উৎপাদন না হলে বিদেশ থেকে খাদ্য আমদানি করে করতে হবে।
তাই সময় থাকতে আমাদেরকে বৃক্ষরোপন করে পৃথিবীকে সবুজ করে গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোঃ শাহে আলম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বৃন্দ। 
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.