উজানের ঢলে মূহুরি নদীর বাঁধ ভেঙে ফেনীর ৪টি গ্রাম প্লাবিত
ফেনী প্রতিনিধি: উজানের ঢলে মূহুরি নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজীতে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৫ শতাধিক পরিবার।
স্থানীয়রা বিটিসি নিউজকে জানায়, গতকাল শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে উজানের ঢলে দৌলতপুর এলাকায় মূহুরি নদীর বাঁধ ভেঙে যায়। এতে প্রবল বেগে ঢুকতে থাকে পানি।
এরইমধ্যে ফুলগাজী সদর ইউনিয়ন উত্তর দৌলতপুর, গনিয়ামোড়া, শাহপাড়া ও বৈরাগপুর গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। তলিয়েছে রাস্তাঘাট-আবাদি জমি।
এতে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দি এলাকার মানুষ। তারা জানিয়েছেন ভাঙা অংশ দিয়ে এখনও ঢুকছে পানি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.