ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর বিশিষ্ট কবি-সাহিত্যিক, সাংবাদিক, হাফিজ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম গোলাম হাফিজ বকুল এর ২২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার উত্তর কিসামত জাল্লা, হাফিজ ভিলায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মরহুমের পুত্র উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহম্মেদ বিপুল মাস্টার, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, এনজিও কর্মরত আল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপনসহ পরিবারের সদস্যবৃন্দ।
কবি ও সাহিত্যিক মরহুম গোলাম হাফিজ বকুলের মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক, সুধী মহল, কবি-সাহিত্যিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
কবি গোলাম হাফিজ বকুল ছিলেন, সমাজের ন্যায়-নিষ্ঠা প্রতিষ্ঠার সাহসী সন্তান।
তিনি ২০০৩ সালের ২৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জীবন চলার পথে ছড়া, কবিতা, গল্প, উপন্যাস সহ সমাজের অনেক অবদান রেখে গেছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.