ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মুক্তিযোদ্ধের গল্পে গাঁথা ওরা ১১ জন শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ওরা এগারো জন শহীদ স্মৃতি পরিষদ আয়োজনে শুক্রবার সরকারি ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উদ্যোক্তা, সমাজসেবক শরিফুল ইসলাম খান ফরহাদ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ,প্রধান শিক্ষক রিয়াজুল করিম বাবু,উপজেলা বিএনপির উপদেষ্টা আওয়াল খান লোহানী, একেএম শহিদুর রহমান,সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহম্মেদ বিপুল মাস্টার,পৌর বিএনপির সহ সভাপতি মোজাম্মেল হক। সঞ্চালনায় করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন।
উদ্বোধনী খেলায় শেরপুর একাদশ ও সরিষাবাড়ী একাদশ অংশ গ্রহন করে। টূর্নামেন্টে ১৬ দল অংশ গ্রহন করার কথা রয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.