ইসরাইলের দুই গুরুত্বপূর্ণ স্থাপনায় হুতির ড্রোন হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের রামন বিমানবন্দর ও আল-নাকাব মরুভূমির একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এ হামলাকে গাজায় গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।
রোববার (১৪ সেপ্টেম্বর) ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, রোববার চারটি ড্রোন দিয়ে ইসরাইলের অভ্যন্তরে হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, তিনটি ড্রোন উম্মে আল-রাশরাশ (ইলাত) এলাকায় রামন বিমানবন্দরে আঘাত করেছে এবং চতুর্থ ড্রোনটি অধিকৃত ফিলিস্তিনের নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আঘাত করেছে। সব ড্রোন সফলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছেছে বলে জানান তিনি।
মুখপাত্র আরও বলেন, ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের অপরাধমূলক আগ্রাসন কখনও তাদের সংকল্পকে দুর্বল করবে না বা তাদের দৃঢ় শক্তিকে ভাঙতে পারবে না।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে আসা ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। দেশটির সংবাদমাধ্যম, রামন বিমানবন্দর ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানোর খবর দিয়েছে। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার ভোরে ইসরাইলের তেল আবিব ও মধ্য ইসরাইল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হুতি বিদ্রোহীরা। এসময় ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠে। ইসরাইল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি আটকানোর পর এর ধ্বংসাবশেষ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.