ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫ শতাধিক

বিটিসি নিউজ ডেস্ক: পারস্য উপসাগরের দেশ ইরানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৬ দশমিক ৩।

স্থানীয় সময় গতকাল রোববার রাত ৮টার দিকে দেশটির কেরমানশাহ প্রদেশে আঘাত হানা ওই ভূমিকম্পে কমপক্ষে ৫১৩ জন নাগরিক আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, এই ভূমিকম্পে কমপক্ষে ৫১৩জন আহত হয়েছেন। যাদের বেশির ভাগই সামান্য আঘাতপ্রাপ্ত।

খবরে বলা হয়েছে, এ ঘটনায় আহত ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। তবে এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আহতদের মধ্যে বেশিরভাগই আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে গিয়ে আঘাত পেয়েছেন।

গত বছর দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছিলেন অন্তত ৬০০ মানুষ। এছাড়া আহত হয়েছিলেন ৯ হাজারের বেশি মানুষ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.