ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওনতেক

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুজনেরই সামনেই ছিল প্রথমবারের মতো উইম্বলডনের শিরোপা জয়ের হাতছানি। তবে লড়াই জমাতে পারেননি চমক দেখিয়ে ফাইনালে ওঠা ১৩তম বাছাই অ্যামান্ডা অ্যানিসিমোভা।
রীতিমতো বিধ্বস্ত হয়েছেন তিনি। মাত্র ৫৭ মিনিটের একতরফা লড়াইয়ে জিতে নারী এককে চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের তারকা ইগা সিওনতেক।
শনিবার (১২ জুলাই) অল ইংল্যান্ড ক্লাবে অনুষ্ঠিত ফাইনালে অ্যানিসিমোভাকে কোনো সু্যোগ দেননি অষ্টম বাছাই পোলিশ তারকা সিওনতেক।
দুর্দান্ত ও আগ্রাসী পারফরম্যান্সে ৬-০, ৬-০ গেমে জিতে ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ নামক ট্রফির স্বাদ পান তিনি।
এর আগেও সমান ৬-০, ৬-০ গেমে জয়ের রেকর্ড ছিল অভিজাত এই প্রতিযোগিতায়।
১৯১১ সালে ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স উইম্বলডনের ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারান।
এ ছাড়া সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস তারকা স্টেফি গ্রাফ ১৯৮৮ সালে ফ্রেঞ্চ ওপেনে নাতাশা জভেরেভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে জেতেন।
২৪ বছর বয়সী সিওনতেকের এটি প্রথম উইম্বলডন শিরোপা। সব মিলিয়ে তার গ্র্যান্ডস্ল্যামের সংখ্যা হলো ছয়টি। চারবার ফ্রেঞ্চ ওপেনে (২০২০, ২০২২, ২০২৩ ও ২০২৪) চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
একবার জিতেছেন ইউএস ওপেন (২০২২)। তবে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা এখনও অধরা রয়ে গেছে তার।
এমন দাপুটে জয়ের পর বেশ শিহরিত সিওনতেক।
প্রথম উইম্বলডন শিরোপা জয়ের পর তিনি বলেন, ‘অবিশ্বাস্য অনুভতি। সত্যি বলতে, আমি কখনও উইম্বলডন জয়ের স্বপ্নও দেখিনি। কারণ এটা আমার কাছে অনেক দূরের ব্যাপার বলেই মনে হতো। যদিও অন্যান্য গ্র্যান্ডস্ল্যাম জেতায় নিজেকে অভিজ্ঞ খেলোয়াড়ই ভাবতাম আমি। তারপরও এমন কিছুর প্রত্যাশা আমি করিনি।’
ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি অ্যানিসিমোভা।
ফাইনালে বাজেভাবে হারায় অশ্রুসিক্ত চোখে দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আপনারদেরকে এর চেয়ে একটি ভালো পারফরম্যান্স উপহার দেওয়ার ইচ্ছা ছিল।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.