আন্দোলনে গণহত্যার নির্দেশদাতা ও তাদের দোসরদের বিচারের দাবি স্বজনদের

ফাইল ছবি
ঢাকা প্রতিনিধি: সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন ঘিরে গণহত্যায় নির্দেশদাতা ও তাদের দোসরদের বিচারের দাবিতে রাজধানীতে মানবন্ধন হয়েছে। বুধবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত ও আহতদের পরিবার মানবন্ধন করেন । এ সময় তারা দ্রুত আসামিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
মানবন্ধনে বক্তরা বলেন, গণহত্যায় নির্দেশদাতা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে। এ ছাড়া আন্দোলনে হতাহত পরিবারকে সহযোগীতা করার আহ্বান জানান অন্তবর্তী সরকারকে। দ্রুত শহীদদের তালিকা তৈরির কথাও উল্লেখ করেন তারা।
এদিকে, চার দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ শুরু হয়েছে মঙ্গলবার (১৩ আগস্ট)। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ আগস্ট) সারাদেশের যেসব স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সেসব পয়েন্ট অভিমুখে ‘রোডমার্চ’ কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.