বাগেরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবে। শনিবার (৪ অক্টোবর) শহরের রেল রোডস্থ বাগেরহাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক তানভীর সোহেল সঞ্চালনা করেন।
আলোচনায় অংশ নেন সহ-সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সম্পাদক এস এম মাহামুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক এ কে আসাদ, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য এ্যাড. শহিদুল ইসলাম, শ্যামল ঘোষ, তিশা খানমসহ অন্যান্য সদস্যরা।
সভায় প্রেসক্লাব এর সভাপতি মাসুম হাওলাদার বলেন, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দিন। তথ্যের স্বাধীন প্রবাহ নিশ্চিত হলে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং উন্নত রাষ্ট্র গঠনের ভিত্তি মজবুত হয়।
সাধারণ সম্পাদক তানভীর সোহেল বলেন, তথ্য শুধু সরকারের নয়, মানুষেরও সম্পদ। তথ্য জানার অধিকার যেমন নাগরিকদের আছে, তেমনি তা সঠিকভাবে ব্যবহার করার দায়িত্বও তাদের ওপর বর্তায়।
তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে এবং সেই ক্ষেত্রে সংবাদকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভায় বক্তারা তথ্য অধিকার দিবসকে ঘিরে নাগরিক সচেতনতা তৈরির পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.