আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মুরইল বাজারে দলীয় কার্যালয় চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা শাজাহান আলী তারার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার।
আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার মুক্তা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, খন্দকার কামরুল হাসান মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, কুন্দগ্রাম ইউনিয় বিএনপির সভাপতি মজনু তালুকদার, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানা প্রমুখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.