আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চুরি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল গ্রামের ফুলবর রহমানের ছেলে। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আদমদীঘি থানার ২০০৬ সালের একটি চুরি মামলায় ২০১৩ সালে বগুড়ার আদমদীঘির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত আসামী রফিকুল ইসলামের অনুপস্থিতিতে এক বছরের সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
রায়ের পর থেকে রফিকুল ইসলাম পলাতক ছিল। গতকাল রোববার গোপন সংবাদের ভিক্তিতে রাত ১১টায় থানার উপ-পরিদর্শক এখলাছুর রহমান ফোর্সসহ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আসামী রফিকুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.