আদমদীঘিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্বে শিক্ষার্থীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী ও স্কাউট দলের সদস্যরা। দেশে চলমান উদ্ভুত পরিস্থিতে পুলিশ বাহিনীর কর্মবিরতী চলার কারণে সড়কে যানযট নিরসনে প্রচন্ড গরমে মধ্যে ট্রাফিকের ভৃমিকা পালন করতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-ছাত্রী স্কাউটের সদস্যদের দেখা গেছে।
শনিবার (১০ আগস্ট) সকালে নওগাঁ-বগুড়া মহাসড়কে আদমদীঘি বাসষ্ট্যান্ড এলাকায়, পশ্চিম বাজার ব্রীজ, থানা রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে তারা দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন কালে শিক্ষার্থীর স্বজন ও সাধারণ মানুষরা তাদের মাঝে কমল পানীয়, সাদা পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী শুভ পাল, স্বরুপ সাহা, পারভেজ, তানভির, রানিম, রাফি, সিয়াম প্রমূখ।
দায়িত্ব পালনকারী আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের স্কাউট দলের লিডার পারভেজ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট মুক্ত করতে আমরা এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছি। এছাড়া মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারে নির্দেশনা দেওয়া হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.