আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর ও যুব কমিটির দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় বেডো সমৃদ্ধির আদমদীঘি উপজেলা ইউনিট কার্যালয়ে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে যুব ও কৈশোরদের নিয়ে পৃথক দুটি সভার আয়োজন করা হয়।
সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি সদর যুব কমিটির সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবীব তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বেডো সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন, আদমদীঘি সদর ইউনিয়ন যুব কমিটির সাংগঠনিক সম্পাদক ছালমা বেগম, যুব সদস্য ছনি আক্তার, রবিউল, সম্রাট, মুক্তার হোসেন, কিশোর কমিটির প্রশস্ত, দিপ্ত, অনন্ত, ওমর, গালিভ, নীরব, রাব্বী, কিশোরী কমিটির সুমাইয়া, আসামনি, রামিশা প্রমুখ।
সভায় কর্মসূচিভুক্ত সদস্যদের নিয়ে আগামী মাসে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.