আদমদীঘিতে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সপ্তাহ ব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের হল রুমে আলোচনা সভার মাধ্যমে এই কর্মসুচীর সমাপ্তি করা হয়।
শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সবৃজনীন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৮ মে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। এরপর পর্যাক্রমে র‌্যালি, শিশু থেকে প্রবীনদের পুষ্টিকর খাবার, শিশু কিশোরদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, হত দরিদ্রদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ, এতিম খানায় পষ্টি খাবার প্রদান এবং গর্ভবতি মা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও প্রবীনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সমাপনি দিনে বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বি।
বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, ডা: আবিদ, ওসি তদন্ত শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক খন্দকার মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা তহির উদ্দিন, আব্দুস ছালাম, ইসমাইল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত এই কর্মসুচী চলে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.