আদমদীঘিতে পিকআপ গাড়ীর ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, মা ভাইসহ আহত-৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির চাঁপাপুর চৌমুহনি সড়কে পিকআপ গাড়ীর ধাক্কায় গুরুতর আহত বাশির (৬) নামের এক শিশু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আজ সোমবার দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা ভাই ও বোনসহ ৪জন আহত হয়েছে। নিহত বাশির উপজেলার কুন্দগ্রাম ইউপির কুশাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে।

আজ সোমবার দুপুরে উপজেলার কুশাবাড়ি গ্রামের মজিবর রহমানের স্ত্রী পারুল বেগম তার বড় ছেলে কুদ্দুছ মেয়ে ও শিশুপুত্র বাশিরসহ একটি অটোরিক্সা যোগে বাড়ি থেকে চাঁপাপুর বাজারে যাচ্ছিল।

অটোরিক্সাটি চাঁপাপুর-চৌমুহনি সড়কের ফুলবাগিচা ইট ভাটার নিকট বিপরীত দিক থেকে আসা রংপুর-ণ-১১-০০৫৮ নম্বর একটি পিকআপ গাড়ীর চালক নিয়ন্ত্রন হারিয়ে অকোরিক্সাকে ধাক্কা দিলে রিক্সার সকল যাত্রী গুরুত্বর আহত হয়।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশু বাশির মারা যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.