আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৩১ আগষ্ট) দিবাগত গভীর রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও চোরাই গরু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো. আদমদীঘি উপজেলার বিনাহালি আকন্দপাড়ার হাসান কাজীর ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন (৫৫) ও একই গ্রামের শমসের আলী আকন্দের ছেলে ইদ্রিস আলী (৪৬)।
আদমদীঘি থানা পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধার পরিচালনা কালে আদমদীঘির বিনাহালি গ্রামে চোরাই গরু বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ১২ টার দিকে বিনাহালি গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ হারুনের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করেন।
এরপর গ্রেপ্তারকৃতদের দেয়া তথানুসারে পলাতক আসামী ইছাহাক আলী ওরফে ইচনের বাড়ির গোয়াল ঘর থেকে অপর আরো দুটি চোরাই গরুসহ মোট চারটি গরু উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। চোরাই গরুর মালিক এখনও সনাক্ত হয়নি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.