আতালান্তার মাঠে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে নাপোলির জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: দুই শিরোপাপ্রত্যাশীর হাইভোল্টেজ ম্যাচে শুরুতেই গোল হজম করল নাপোলি। তবে লক্ষ্যে অবিচল থেকে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। হাল ছাড়ল না আতালান্তাও। বারবার মোড় বদলের নাটকীয় লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল নাপোলি।
আতালান্তার মাঠে শনিবার রাতে সেরি আর ম্যাচে ৩-২ গোলে জিতেছে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নরা।
পজেশন রাখায় কিংবা আক্রমণে, দুইভাবেই ম্যাচে পরিষ্কার আধিপত্য করে আতালান্তা। ৫৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে তারা। সেখানে ছয়টি শট নিয়ে তিনটি লক্ষ্যে ছিল নাপোলির এবং তিনটিই সফল।
ম্যাচের ষোড়শ মিনিটে মাত্তেও রেতেগির গোলে পিছিয়ে পড়া নাপোলি সমতায় ফেরে ২৭তম মিনিটে মাত্তেও পলিতানোর গোলে। ৪০তম মিনিটে স্কট ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আদেমোলা লুকমানের গোলে সমতা টেনে অপরাজেয় যাত্রা অব্যাহত রাখার আশা জাগায় আতালান্তা। কিন্তু ৭৮তম মিনিটে রোমেলু লুকাকুর গোলটি আর শোধ করতে পারেনি স্বাগতিকরা।
লিগে ১৫ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আতালান্তা। এর আগে সবশেষ তারা হেরেছিল গত ২৪ সেপ্টেম্বরে, কোমোর বিপক্ষে ৩-২ গোলে।
প্রায় চার মাসের অপরাজেয় যাত্রায় গত ৩ নভেম্বর প্রথম দেখায় নাপোলিকে তাদের মাঠেই ৩-০ গোলে হারিয়েছিল আতালান্তা। এবার সেই হারের প্রতিশোধও নিল নাপোলি।
লিগের মুকুট পুনরুদ্ধারের অভিযানে টানা ষষ্ঠ জয় পেল নাপোলি। ২১ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। দুই ম্যাচ কম খেলা ইন্টার মিলান ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
নাপোলির সমান আতালান্তা ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.