চট্টগ্রাম ব্যুরো: ভলান্টিয়ারদের মধ্যে আন্ত সংযোগ বৃদ্ধির জন্য আয়োজিত হয় একঝাঁক উদ্যমী কর্মঠ ইয়ুথ লিডারদের মুক্ত আলোচনা ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার-আইওয়াইসিএম চট্টগ্রাম টিমের ব্যবস্থাপনায় আজ ৬ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম টিম।
এসময় উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রামের কৃতিমান ভলান্টিয়ার লিডার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি’র সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবু হানিফ লিটন, স্বপ্ন ও আগামী সংগঠনের এর পরিচালক বখতিয়ার হোসাইন।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার-আইওয়াইসিএম,লাল সবুজ সোসাইটি, ইকো নেটওয়ার্ক গ্লোবাল, স্বপ্ন ও আগামী সংগঠন সহ আরো স্বনামধন্য সংগঠনের তরুণ লিডারগন।
অনুষ্টানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার চট্টগ্রাম শাখা এর পরিচালক ডাঃ মোঃ মহিন উদ্দিন লিটন। সহযোগিতা করেন “লাল সবুজ সোসাইটি” ফয়েজ উদ্দিন-ন্যাশনাল ভলান্টিয়ার কো-অর্ডিনেটর অ্যাসোসিয়েট, লিও ফয়েজ উদ্দিন এবং সাথে ছিলেন ইকু নেটওয়ার্ক গ্রোবাল”র মেহেরাজ চৌধুর।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ভলান্টিয়ারদের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি এবং চট্টগ্রামে ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫ আয়োজনের পরিকল্পনা। এতে সকলের উষ্ণ উপস্থিতি এবং কার্যকর আলোচনার মাধ্যমে কনফারেন্সের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামের সকল ইয়ুথ সংগঠনগুলো একসাথে মিলে একটি ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫ আয়োজনের জন্য মতামত প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.