বিটিসি স্পোর্টস ডেস্ক:স্প্যানিশ ফুটবলের অন্যতম মমর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোপা দেল রে-র ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে এক নাটকীয় ৪-৪ ড্রয়ের পর সামগ্রিকভাবে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করল লস ব্ল্যাঙ্কোসরা। তবে ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলোত্তি স্বীকার করেছেন, তার দল প্রচুর ভুল করেছে, যদিও তারা অনেক ভালো কিছুও করেছে।
ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে পিছিয়ে ছিল। তখনই শুরু হয় রুদ্ধশ্বাস প্রত্যাবর্তন। প্রথমে জুড বেলিংহাম, এরপর অরেলিয়ান চুয়ামেনির গোলে ম্যাচ ৩-৩ সমতায় ফেরে। তবে যোগ করা সময়ে মিকেল ওয়ারজাবালের গোলে আবার এগিয়ে যায় সোসিয়েদাদ। কিন্তু অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক হেডারে আন্তোনিও রুডিগার ম্যাচে সমতা ফেরান এবং মাদ্রিদকে ফাইনালে পৌঁছে দেন।
ম্যাচ শেষে আনচেলোত্তি বলেন, ‘আমরা অনেক ভুল করেছি, কিন্তু একইসঙ্গে অনেক ভালো কিছুও করেছি। লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছানো, এবং আমরা তা করতে পেরেছি।’
৩-১ পিছিয়ে থাকলেও ম্যাচ হারের ভয় পাননি বলে জানিয়েছেন এই ইতালিয়ান কোচ। তিনি বলেন, ‘আমি কখনোই মনে করিনি যে আমরা বাদ পড়ব। বার্নাব্যুতে সব কিছু সম্ভব, বিশেষ করে এমন ম্যাচে, যেখানে আমাদের ফিরে আসতে হয়। আমরা কখনোই হাল ছাড়ি না।’
ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন আনচেলোত্তি। ব্রাজিলিয়ান উইঙ্গার দুটি গোলের অসাধারণ অ্যাসিস্ট করেন, যা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও, তরুণ স্ট্রাইকার এন্দ্রিকের গোলেও মুগ্ধ মাদ্রিদ বস। তিনি বলেন, ‘আমরা ওর কাছে এটাই চাই—প্রস্তুত থাকা। অসাধারণ দৌড়, ভিনির নিখুঁত পাস, আর দুর্দান্ত ফিনিশ! এন্দ্রিক কম বল স্পর্শ করলেও খুব কার্যকর।’
কোপা দেল রে-তে নিজের পাঁচ ম্যাচে পাঁচ গোল করা এন্দ্রিকও জানেন, মাদ্রিদের তারকা-সমৃদ্ধ আক্রমণভাগে জায়গা পাওয়া কঠিন। তবে তিনি আত্মবিশ্বাসী, ‘আমি সুযোগ পেলে দলের জন্য সবকিছু দেব। ভিনি, কিলিয়ান (এমবাপ্পে), জুড এবং রদ্রিগো—তারা সেরা, কিন্তু আমি যখন মাঠে নামব, তখন সাহায্য করতে চাই।’
এদিকে ম্যাচ শেষে হতাশ রিয়াল সোসিয়েদাদ কোচ ইমানল আলগুয়াসিল দাবি করেন, মাদ্রিদের দ্বিতীয় গোলটি বাতিল হওয়া উচিত ছিল, কারণ এমবাপ্পে অফসাইড পজিশনে ছিলেন।
‘এটি স্পষ্ট অফসাইড ছিল, সবসময়ই এমন সিদ্ধান্ত দেওয়া হয়। কিন্তু আজ কেন নয়? তারা আমাদের রেফারির সহায়তায় বিদায় করে দিল। মাদ্রিদ বড় দল, তাদের এই সাহায্যের প্রয়োজন নেই,’ বলেন আলগুয়াসিল।
এদিকে, বুধবার কোপা দেল রে-র অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হবে। প্রথম লেগেও দুই দল ৪-৪ গোলের উত্তেজনাপূর্ণ ড্র করেছিল।
এখন, ২৬ এপ্রিলের ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বার্সেলোনা বা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। শিরোপার লড়াই আসলেও জমে উঠতে চলেছে! #
Comments are closed, but trackbacks and pingbacks are open.