অধ্যক্ষকে হুমকির প্রতিবাদ: বাগাতিপাড়ায় সেই বিএনপি নেতার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: সামসুন্নাহারকে হুমকির প্রতিবাদে এবং সেই বিএনপি নেতার বিচার দাবিতে কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বুধবার বেলা ১১ টায় কলেজের সামনের প্রধান সড়কে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। প্রায় আধা ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ও সাধারন জনতা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বিএনপির উপজেলা আহ্বায়ক মোশাররফ হোসেন অধ্যক্ষকে ডেকে মানসিক নির্যাতন, প্রতিষ্ঠানের এ যাবতকালের হিসাব-নিকাশসহ পরিচালনা কমিটিতে তার মনোনীত ব্যক্তিতে রাখার চাপ প্রয়োগে অধ্যক্ষ অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হন।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বিএনপি নেতা মোশাররফ হোসেনের বিচার দাবি করেন। এতে বক্তব্য দেন শিক্ষক খন্দকার নাজমুল হুদা, শফিকুল ইসলাম, সুফিয়া সুলতানা, আসমা খাতুন, শিক্ষার্থীদের মধ্যে আরাফাতা হোসেন, মুন্না রহমান প্রমুখ।
পরে শিক্ষার্থীরা ‘মোশারফের বিচার চাই, বিচার চাই’ এবং ‘অধ্যক্ষ হাসপাতালে কেন-জবাব চাই, জবাব চাই’ শ্লোগানে বিক্ষোভ করেন। তবে শুরু থেকেই অভিযুক্ত বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন প্রেস কনফারেন্সের মাধ্যমে হুমকিসহ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা দাবি করেছেন।
প্রসঙ্গত, গত সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: সামসুন্নাহার একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাতকারে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের বিরুদ্ধে অধ্যক্ষকে হুমকি দেওয়া, দলীয় কার্যালয়ে ডেকে অধ্যক্ষকে কড়া ভাষায় এ যাবত কলেজের সব হিসাব-নিকাশ চাওয়া এবং বিএনপি নেতার মনোনীত ব্যক্তিকে কমিটিতে রাখার নির্দেশ দিয়ে মানসিক চাপ দেওয়ার অভিযোগ করেন। এ ঘটনায় অধ্যক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এতে ফুঁসে উঠে শিক্ষক-শিক্ষার্থীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.