Barmuda Online Survices Private Ltd –এর বিশাল কর্মযজ্ঞ (ভিডিও)

বিশেষ (কলকাতা) প্রতিনিধি: ব্যারাকপুর স্টেশন সংলগ্ন অঞ্চলে “Barmud Online survices Private Ltd.” এমন একটি প্রতিষ্ঠান, যেটি মানুষের হিতার্থে কাজ করে চলেছে বহু বছর ধরে ৷ সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়েছে এই সংস্থা ৷
তাদের কর্ণধার শ্রী অভিজিত চ্যাটার্জী বিটিসি নিউজকে জানান, বেকার যুবক/যুবতীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উপযুক্ত চাকরির ব্যাবস্থা করে দেওয়া থেকে শুরু করে, সুচারুভাবে শিক্ষাদানের মধ্যে দিয়ে পরিণত অভিনেতা বা অভিনেত্রী গড়ে তোলাই শুধু নয়, তাদের সিরিয়ালে সুযোগ করে দেওয়া, সবটাই করে থাকে এই সংস্থা ৷
রয়েছে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা “যোগ” প্রশিক্ষণের ব্যাবস্থা ৷ শ্রী অভিজিত চ্যাটার্জী জানান, ব্যারাকপুর এবং ব্যারাকপুর সংলগ্ন অঞ্চলে এই ধরণের যোগ প্রশিক্ষণের ব্যাবস্থা আর কোথাও নেই৷
শ্রী অভিজিত চ্যাটার্জী একটি বেনিফিট কার্ডের কথাও জানান আমাদের৷ পথেঘাটে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া মানুষের কাছে অবিলম্বে অ্যাম্বুল্যান্স পৌছে দেওয়া, যে মানুষের লোকবল নেই তার বা তার পরিবারের কেউ অসুস্থ হলে তাকে ডাক্তার দেখানোর ব্যাবস্থা করা বা হসপিটালে পৌঁছে দেওয়ার মত একাধিক অভিনব পরিষেবা, Barmuda Online Survices Private Ltd দিতে প্রস্তুত সেই সব মানুষদের যারা এই বেনফিট কার্ডের অধিকারী হবে৷
এছাড়াও এতদ অঞ্চলের সদ্যজাত শিশুরের কোন আই সি ইউ নেই, সে কথা মাথায় রেখে, আগামী দিনে বিষয়টি নিয়ে তিনি ভাবনা চিন্তা করছেন৷ ছোট ছোট দোকানদাররা যেমন অনলাই ব্যাবসার রমরমা বাজারের জন্য কারবারে ক্ষতির সম্মুখীন হচ্ছে, কর্ণধার শ্রী অভিজিত চ্যাটার্জী জানালেন যে তাঁরা  এদের পাশেও দাঁড়াবার অঙ্গীকার করছে ৷ তাছাড়াও রয়েছে আরো বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কাজ ৷
এক কথায় বলা যায় মানব জাতির হিতার্থে এ এক বিরাট কর্মযজ্ঞের আয়োজন ৷ রথের দিন “Barmuda Online Survices Private Ltd.” -এর (9674880592 / 9002108342 / 9830698260) কর্ণধার শ্রী অভিজিত  চ্যাটার্জীর ( 84207 37709 ) জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত হয় একটা মনোজ্ঞ সন্ধ্যা ৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট গুনিজনেরা ৷ তার মধ্যে উপস্থিত ছিলেন  দুই বাংলার জনপ্রিয় কবি প্রাবন্ধিক ঔপন্যাসিক নাট্যকার আরণ্যক বসুও ৷ “Barmuda Online Sevice Private Ltd.” সকলের জীবনের মুশকিল আসান হয়ে উঠুক এই কামনাই করব ৷
https://drive.google.com/file/d/1wMSt98yBjOijTYxdas4dtM4KGJJMGhYL/view?usp=sharing
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.