আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ত্রিশ বিঘা জমির খড়ের পালায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবী করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আদমদীঘির ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করে।
জানাযায়, আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের প্রবাসি আনোয়ার হোসেনের প্রায় ৩০ বিঘা জমির ধানের খড় বাড়ির পাশে কয়েকটি স্তুপ বা পালা দিয়ে রাখেন।
সোমবার দিবাগত রাত ৩টায় কেবা কারা ওই সব খড়ের পালায় অগ্নিসংযোগ করে। অগ্নিকান্ডের ঘটনা জোনার পর আদমদীঘির ফায়ার সার্বিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করলেও প্রায় সব খড় পুড়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেন। #















