আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ শ্রী পাবন চন্দ্র বর্মন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।
সোমবার বিকেলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির আমবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শ্রী পাবন চন্দ্র বর্মন ওই গ্রামের শ্রী প্রহল্লাদ বর্মনের ছেলে।
সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সদস্যরা শ্রী পাবন চন্দ্র বর্মনের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন ঘরে তার হেফাজত থেকে ৫শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। #















