নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (১-বিজিবি) – এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজশাহীর নগরীর শাহাপুর বিওপি, খরচাকা বিওপি’র ও প্রেমতলীর আওতাধীন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।
তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, পদ্মা নদীর তীরবর্তী ও সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তিনটি স্থানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মদ, ট্যাবলেট, সিরাপ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
এর মধ্যে ভোর সোয়া ৫টায় শাহাপুর বিওপি রাজশাহী নগরীর কাটাখালী থানার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেন।
এদিন, ভোর সাড়ে ৫টায় খরচাকা বিওপি’র অভিযানে দামকুড়া থানাধীন গহমাবোনা এলাকার পদ্মা নদীর চরে ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এর আগে, রাত সোয়া ২টায় প্রেমতলী বিওপি’র সদস্যরা গোদাগাড়ী থানাধীন হরিণবিষকা এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান ও মানবপাচার দমনে জিরো টলারেন্স নীতিতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















