নিজস্ব প্রতিবেদক: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার পাবনার ৫টি আসনে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির ৫, জামায়াতের ৫ জন এবং গণফোরাম -২, ইসলামী আন্দোলন ৫ জন, গণঅধিকার পরিষদ ১ জন, সুপ্রিম পার্টি ১, এবি পার্টি ১, সিপিবি ১, নাগরিক ঐক্য ১ জন, ১৩ জন স্বতন্ত্র)।
পাবনা-১ আসনে ভিপি শামসুর রহমান (বিএনপি), ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত, অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), মো. জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র), ডা. মো. শফিকুল ইসলাম (স্বতন্ত্র), ইউনুস আলী (স্বত্রন্ত্র), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র), মো. আব্দুল গণি (ইসলামী অনোাদলন), মাসুদুল হক (স্বতন্ত্র),
পাবনা-২ আসনে একেএম সেলিম রেজা হাবিব (বিএনপি), মো. হেসাব উদ্দিন (জামাাত), আফজাল হোসেন খান কাশেমী (ইসলামী আন্দোলন), নাসির উদ্দিন (গণফোরাম), মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি)।
পাবনা-৩ আসনে হাসান জাফির তুহিন (বিএনপি), কেএম আনোয়ারুল ইসলাম (স্বতন্ত্র-জেলা বিএনপি নেতা ও সাবেক এমপি), সরদার আশা পারভেজ (গণফোরাম), আলী আসগার (জামায়াত), মীর নাদিম মো. ডাবলু(জাতীয় পার্টি), হাসানুল ইসলাম রাজা (গণ অধিকার পরিষদ), আব্দুল খালেক (ইসলামী আন্দোলন), মাহবুবুর রহমান জয় (বাংলাদেশ সুপ্রিম পার্টি)।
পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিব (বিএনপি), আবু তালেব মন্ডল (জামায়াত), সিরাজুল ইসলাম সর্দার (স্বতন্ত্র-বিএনপির সাবেক সভাপতি), জাকারিয়া পিন্টু (স্বতন্ত্র-জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক), জামিল আকতার এলাহি সতন্ত, কমরেড সোহাগ হোসেন (সিপিবি), সাইফুল আজাদ মল্লিক (জাতীয় পার্টি), মাওলানা আনোয়ার হোসেন শাহ (ইসলামী আন্দোলন), শাহনাজ হক (নাগরিক ঐক্য)।
পাবনা-৫ আসনে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস (বিএনপি),ইকবাল হোসাইন (জামায়াত) আব্দুল মজিদ মোল্লা (এবি পার্টি)নাজমুল হোসেন (ইসলামী আন্দোলন)।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #















