পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পঞ্চগড় সদর, আটোয়ারী এবং তেঁতুলিয়া উপজেলা মিলে গঠিত পঞ্চগড়-১ আসনে মনোনয়ন পত্র কিনেছিলেন ১২ জন।জমা দিয়েছেন ৮ জন।
এ আসনে বিএনপির মনোনিত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মনোনয়ন জমা দিয়েছেন।
অন্যদিকে জামায়াত সমর্থিত ১১ দলিয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অন্য প্রার্থীরা হলেন, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান, জাগপার রাশেদ প্রধান, গণ অধিকার পরিষদের মাহাফুজুর রহমান, লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ও বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা।
অন্যদিকে বোদা ও দেবীগঞ্জ উপজেলা মিলে গঠিত পঞ্চগড়-২ আসনে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং জামায়াতে ইসলামীর সফিউল্লাহ সুফী মনোনয়ন জমা দিয়েছেন।
এছাড়া বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, জাগপার রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, সিপিবির আশরাফুল আলম, বিএসপির দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান বলেন,পঞ্চগড় -১ আসনে ৮ ও পঞ্চগড়-২ আসনে ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আশা করছি এখানে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এবং প্রার্থীরাও হলফনামা দিয়েছেন, তারা আচরন বিধি মেনে চলবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #















