আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে এমপি পদে আদমদীঘি সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের নিকট আরো তিনজন সহ চার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় পাটি (লাঙ্গল) মনোনীত এমপি প্রার্থী মো: শাহিনুল ইসলাম (শাহিন), বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মাওলানা তৌহিদুল ইসলাম (তুহিন) নিজেরাই তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের তিনি নিজেই ছায়া (ফটোকপি) দাখিল করেন।

অপরদিকে সকালে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার নিজেই তার মনোনয়নপত্র দাখিল করেন।
এ নিয়ে বগুড়া-৩ আসনে আদমদীঘি উপজেলায় মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। #















