বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াত প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছে মনোনয়ন জমা দেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনিত এমপি পদপ্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা-সাবেক সংসদ সদস্য মো: হারুনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি বিএনপি নেতা মোঃ আব্দুল ওয়াহেদ, জেলা কৃষকদলের আহবায়ক তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা তসিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তাবিউল ইসলাম তারিফসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়া, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছে মনোনয়ন জমা দেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বাক্কার, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ রফিকুল ইসলাম ও জেলা জামায়াতের সাবেক আমীর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছে মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সাথে নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী মো: হারুনুর রশীদ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল। #















