BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াত প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছে মনোনয়ন জমা দেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনিত এমপি পদপ্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা-সাবেক সংসদ সদস্য মো: হারুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি বিএনপি নেতা মোঃ আব্দুল ওয়াহেদ, জেলা কৃষকদলের আহবায়ক তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর বিএনপি নেতা তসিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তাবিউল ইসলাম তারিফসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এছাড়া, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছে মনোনয়ন জমা দেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বাক্কার, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর মোঃ রফিকুল ইসলাম ও জেলা জামায়াতের সাবেক আমীর ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদের কাছে মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সাথে নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী মো: হারুনুর রশীদ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী বিভাগের ৩৯টি আসনেই বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ : মিনু পাবনার ৫টি আসনে ৩৫ জনের মনোনয়নপত্র দাখিল বিএনপি পতিত সরকারের ন্যায় একপেশে নির্বাচন করতে বিশ্বাসী নয় : মিলন নাটোরে বিএনপির পূর্বের আসনগুলো ফিরে পেতে তৎপর: পিছিয়ে নেই জামায়াত রাজশাহী–৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন মাওলানা মনজুর রহমান জামালপুর-২ ইসলামপুর আসনে ৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল পঞ্চগড়ে দুটি আসনে নওশাদ-সারজিসসহ ১৯ জনের মনোনয়ন দাখিল  রাজশাহীতে চলন্ত বাস থেকে ফেলে হত্যা: মামলার মূলহোতা চালক গ্রেফতার বকশীগঞ্জে নবাগত ইউএনওকে বরণ ও সংবর্ধনা প্রদান বগুড়া-৩ আসনে এমপি পদে আদমদীঘিতে আরো তিন প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র দাখিল