BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গুলশানে চেকপোস্ট দেখে দৌড়ে পালাতে গিয়ে বিদেশি পিস্তলসহ আটক-২

গুলশানে চেকপোস্ট দেখে দৌড়ে পালাতে গিয়ে বিদেশি পিস্তলসহ আটক-২

ঢাকা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুলশান থানার নিয়মিত তল্লাশির সময় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন পালিয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ।

তিনি বলেন, আটক দুই আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন এবং পলাতক আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি জানান, রোববার বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে গুলশান থানাধীন শাহজাদপুর বেলমন্ড গলির গুলশান আইডিয়াল স্কুলসংলগ্ন পাকা সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ দেহ তল্লাশির উদ্যোগ নেয়। তল্লাশির সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে। তবে আরও দুইজন একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

আটকের পর জিজ্ঞাসাবাদে মো. রাসেল সিকদার জানান, তার কাছে একটি বিদেশি পিস্তল রয়েছে। পরে তিনি নিজ হাতে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পাশের কোমর থেকে একটি ম্যাগাজিনে থাকা চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল বের করে দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, মহিউদ্দিনের বান্ধবী হাবিবা আক্তার শিমুকে এক ব্যক্তি বিরক্ত করছিলেন। এ বিষয় নিয়ে ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে তারা অবৈধ অস্ত্র ও গুলিসহ ঘটনাস্থলে যান।

এ ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পঞ্চগড়ে দুটি আসনে নওশাদ-সারজিসসহ ১৯ জনের মনোনয়ন দাখিল  রাজশাহীতে চলন্ত বাস থেকে ফেলে হত্যা: মামলার মূলহোতা চালক গ্রেফতার বকশীগঞ্জে নবাগত ইউএনওকে বরণ ও সংবর্ধনা প্রদান বগুড়া-৩ আসনে এমপি পদে আদমদীঘিতে আরো তিন প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র দাখিল দেড় যুগ পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা ত্রয়োদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের অপেক্ষায় মানুষ : আমীর খসরু র‌্যাবের অভিযানে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার