জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ কংগ্রেসের এমপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দাখিল করলেন আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম। ১৪২ জামালপুর সদর ০৫ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ২৯ ডিসেম্বর সকাল ১০ : ১০ মিনিটে মনোনয়ন দাখিল করেন।
উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে দলীয় ডাব মার্কা নিয়ে নির্বাচন করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী রাজনীতিতে তিনি বিশেষ ভূমিকা রাখেন। সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর ১৯৯২-৯৩ সালে ছাত্র সংসদে নির্বাচিত সাহিত্য, সংস্কৃতি ও ম্যাগাজিন সম্পাদক ছিলেন।
এছাড়াও তিনি বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহবায়ক।
তিনি সকলের কাছে দোয়া প্রত্যাশী। #















