আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ডিসেম্বর) বেলা ১১ টায় তিনি নিজেই আদমদীঘি সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু। #















