বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন। এবং তার দেশের পারমাণবিক যুদ্ধক্ষমতা ‘সীমাহীন এবং টেকসই’ উন্নয়নের আহ্বান জানিয়েছেন তিনি বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) কোরিয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানিয়েছে রোববার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এ পরীক্ষায় ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পশ্চিম দিকের সমুদ্রপথ ধরে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন কিম জং উন।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পারমাণবিক প্রতিরোধক্ষমতার নির্ভরযোগ্যতা নিয়মিত পরীক্ষা করা ‘দায়িত্বশীল পদক্ষেপ’। কিম জোর দিয়ে বলেন, রাষ্ট্রীয় পারমাণবিক যুদ্ধশক্তি আরও শক্তিশালী করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে নতুন বছরের শুরুতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ কংগ্রেস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। ওই কংগ্রেসে আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করা হবে।
এদিকে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, রোববার সকালে পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তারা সতর্ক করেছে, বছরের শেষ দিকে উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।
এর আগে কিম জং উন নির্মাণাধীন একটি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনও পরিদর্শন করেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন তৈরির পরিকল্পনা উত্তর কোরিয়ার জন্য হুমকি। এর জবাব দেওয়া হবে। #















