BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গফরগাঁওয়ে ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ লাইনচ্যূত, ঢাকা-ময়নসিংহ রেল চলাচল বন্ধ

গফরগাঁওয়ে ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ লাইনচ্যূত, ঢাকা-ময়নসিংহ রেল চলাচল বন্ধ

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে দুষ্কৃতিকারীরা রেললাইন কেটে ফেলায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন মূল রেললাইনের একদিকের লোহার দণ্ডের প্রায় ২০ মিটার অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

লাইনের এই কাটা অংশ দিয়ে ট্রেনটি যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। তবে ভোরে ঘটা এই দুর্ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার ফলে ঢাকা-জয়দেবপুর-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনটি ভোর ৫টা ২০ মিনিটের দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। একপর্যায়ে ট্রেনের বগিগুলো লাইন থেকে ছিটকে গিয়ে বিকট শব্দ করে থেমে যায়।

যাত্রীদের মতে, ট্রেনটির গতি খুব বেশি না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি বা মারাত্মক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে যে, ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর আড়াআড়িভাবে আটকে থাকায় এই রুটের সব ধরণের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করেছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন বা উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে, যা সকাল ৯টায় দুর্ঘটনাস্থলে পৌঁছায়।

বর্তমানে রেলওয়ের প্রকৌশলী ও উদ্ধারকর্মীরা লাইন মেরামত এবং বগিগুলো সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে চলাচলকারী আন্তঃনগর ও মেইল ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে। এর ফলে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে নিয়মিত যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেললাইনের ২০ মিটার অংশ সুপরিকল্পিত ভাবে কেটে ফেলার বিষয়টি খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিকভাবে একে নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনের সংস্কার কাজ দ্রুত শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে রেললাইনটি পুনরায় চলাচলের উপযোগী করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা ত্রয়োদশ সংসদ নির্বাচনে শিবগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের অপেক্ষায় মানুষ : আমীর খসরু র‌্যাবের অভিযানে গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা জামালপুরে ১১০ বোতল ভারতীয় মদসহ যুবক আটক শান্তি বিঘ্নিত করার যেকোনও প্রচেষ্টা মোকাবিলা করা হবে : প্রধান উপদেষ্টা দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে : মির্জা ফখরুল গুলশানে চেকপোস্ট দেখে দৌড়ে পালাতে গিয়ে বিদেশি পিস্তলসহ আটক-২