নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান হেরোইন ও ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ জীবন বিশ্বাস ওরফে সেলিম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় চারঘাট থানাধীন মৌগাছি পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবা জব্দ করা হয়।
রবিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় চারঘাট থানাধীন মৌগাছি পূর্বপাড়া গ্রামে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবা সহ সেলিম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি মোঃ ইউনুস আলী ওরফে ডাক্তার পালিয়ে গেছে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রবিবার সকালে গ্রেফতার সেলিমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















