BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী দুলুর মনোনয়ন পত্র জমা

নাটোরে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী দুলুর মনোনয়ন পত্র জমা

নাটোর প্রতিনিধি: নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রোববার দুপুরে নাটোর জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহীনের হাতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ সময় দুলু বলেন, ‘নাটোরের মানুষ অতীতে ঐক্যবদ্ধ ভাবে আমাকে তিনবার নির্বাচিত করেছিলেন। আমি মানুষের প্রত্যাশা পূরন করার চেষ্টা করেছি। আমাকে নিয়ে নাটোরের মানুষ স্বপ্ন দেখে, আমি অঙ্গীকার করছি আমি তাদের সেই স্বপ্ন পূরন করবো ইনশাআল্লাহ।

দুলু আরো বলেন, দীর্ঘ ২৪ বছর পর আমি সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করলাম। ২০০১ সালের নির্বাচনের পর আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যাদের রক্তের বিনিময়ে আজ আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, দীর্ঘ ২৪ বছর নাটোরের জনগণ আমাকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই সুযোগ এসেছে। আমার দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য। এ জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

দুলু আরো বলেন, ‘তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। দেশ গড়া নিয়ে তারেক রহমানের যে পরিকল্পনা তা বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দেয়ার মাধ্যমে বাস্তবায়ন করবে।

এসময় দুলুর সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহব্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও মিডিয়া সেলের প্রধান নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফিরে দেখা ২০২৫, ইরানে হামলা চালিয়ে যেভাবে তোপের মুখে পড়ে ইসরাইল বিদায় ২০২৫, সুদান সংকটের শুরু কীভাবে, সোনা-জ্বালানি–খনিজসমৃদ্ধ দেশটি কি আবার দুভাগ হবে ট্রাম্প কেন নাইজেরিয়ায় হামলার নির্দেশ দিলেন, আসলেই কি খ্রিষ্টানদের ওপর নির্যাতন হচ্ছে অনলাইনে আবারও নায়িকার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের মনোনয়নে স্বাক্ষর করলেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ, যেসব আলোচনা হলো নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট