BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীর তানোরে বিদেশী পিস্তল ও বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও পাইপগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টা ৪০ মিনিট পর্যন্ত র‌্যাব-৫ তানোর থানাধীন চুনিয়াপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন স্থানে লুকানো ছিল।

রোববার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুনিয়াপাড়া গ্রামের তিনটি পৃথক স্থানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় জনৈক এন্তাজ আলী, জনৈক আঃ সোবাহান এবং জনৈক জয়নালের বসতবাড়ির বিভিন্ন পাশে  রান্নার লাকড়ির নিচে লুকিয়ে রাখা অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল (যার গায়ে ইংরেজিতে “Made in USA 7.0–5 MM” লেখা), দুটি সিলভার রঙের খালি ম্যাগাজিন, পিস্তলের পাঁচ রাউন্ড গুলি, বারো রাউন্ড শর্টগানের গুলি, চারটি পাইপগান এবং ছয়টি চিকন পাইপসহ বিভিন্ন অস্ত্রের খুচরা যন্ত্রাংশ।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলে তারা এসব অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। প্রাথমিক অনুসন্ধানেও অস্ত্রগুলোর সঙ্গে সরাসরি কাউকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি বলে জানায় র‌্যাব।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে তানোর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রগুলোর উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ, যেসব আলোচনা হলো নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট নাটোরে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী দুলুর মনোনয়ন পত্র জমা আটোয়ারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন পাবনা–৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস ডিগ্রি শুধু চাকরির জন্য নয়, দেশ ও প্রকৃতির দায়িত্ব নেওয়ার অঙ্গীকার : তথ্য উপদেষ্টা ঘি খাঁটি না ভেজাল বুঝবেন যেভাবে শৈলকুপায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ