বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট উপকূলে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) গ্রিসের সংবাদ সংস্থা এএনএ এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ক্রিটের কাছে ছোট দ্বীপ গাভদোস থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে পরিচালিত এক অভিযানে একটি মাছ ধরার নৌযান থেকে ৩৬৫ জনকে উদ্ধার করা হয়। এ অভিযানে গ্রিক কোস্টগার্ডের একটি জাহাজ, একটি ডেনিশ মালবাহী জাহাজ ও একটি হেলিকপ্টার অংশ নেয়।
এর আগে একই এলাকার গাভদোস থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি নৌকায় প্রায় ৩০ জনকে উদ্ধার করা হয়। পরে তাদের ক্রিটে নিয়ে যাওয়া হয়।
এছাড়া গত বৃহস্পতিবার ক্রিটের ঠিক দক্ষিণে একটি রাবারের ডিঙ্গি নৌকা থেকে আরও ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।
তুরস্ক থেকে গ্রিস ও লিবিয়া হয়ে গ্রিসগামী সমুদ্রপথগুলো ইউরোপে প্রবেশের চেষ্টা করা অনিবন্ধিত অভিবাসীদের ব্যবহৃত সুপরিচিত রুট। তবে এসব পথে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
চলতি মাসে একটি নৌকা ডুবে যাওয়ার পর ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। এদের বেশিরভাগই মিসর ও সুদানের নারিক। একই ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। #















