নিজস্ব প্রতিবেদক: র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানী বিদেশী পিস্তল ও পাইপগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে।
গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে, র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানী রোববার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে রাজশাহী তানোর থানার চুনিয়াপাড়া গ্রামের জনৈক এন্তাজ আলীর বসতবাড়ীর গোয়াল ঘরের পিছনে ও জনৈক জয়নালের বসত বাড়রি খড়ি রাখার ঘরে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় কাঠের হাতলযুক্ত বিদেশী পিস্তল ১, সিলভার রংয়ের খালি ম্যাগজিন ২, পিস্তলের গুলি ৫ রাউন্ড, শর্টগানের গুলি ১২, পাইপগান ৪ ও চিকন লোহার পাইপ ৬টিসহ অস্ত্রেও খুচরা যন্ত্রাংশ উদ্ধার করেছে।
জিজ্ঞাসা করলে স্থানীয়রা এ বিষয়ে কিছুই জানেনা বলে জানান।
উদ্ধারকৃত অস্ত্র জিডি মুলে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৫ রাজশাহী প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















