BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজার-কয়েকটি কবর ভাঙচুর

ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজার-কয়েকটি কবর ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় শুক্রবার গভীর রাতে হজরত বাবা শাহ সত্যপীরের মাজার ও কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

তবে ঘটনার সঙ্গে কারা জড়িত—তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ ও জেলা প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাজারটি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নস্থ বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত। শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা মাজারের গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এ সময় মাজারের পাশে থাকা তিনটি কবরও ভাঙচুর করা হয়। তবে মূল মাজার ও দানবাক্স অক্ষত আছে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, শনিবার ভোরে স্থানীয় মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসে দেখতে পান—মাজারের গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের তিনটি কবর ভাঙচুর করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয় লোকজন জানান, এই মাজারে কখনও অনৈতিক কার্যক্রম, এমনকি গান-বাজনাও অনুষ্ঠিত হয় না। আসন্ন নির্বাচন ঘিরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মাজার কমিটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে মাজারটি এলাকার মানুষের আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসেবে পরিচিত। বহু মানুষ মানত ও প্রার্থনা নিয়ে এখানে আসেন। এমন একটি পবিত্র স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ধর্মপ্রাণ মুসল্লি­ ও সাধারণ মানুষ গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। এটি ন্যক্কারজনক ঘটনা। এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমরা।

শাহ সত্যপীর মসজিদ ও গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম বাবুল বলেন, ‘আমরা ফজরের নামাজ আদায় করতে এসে দেখি মাজারের গ্রিল ও কয়েকটি কবর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানাই।’

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, ডিবি পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে পরিদর্শন করেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘শুক্রবার দিবাগত রাতের কোনও একসময় পৌর শহরের সত্যপীর ব্রিজ সংলগ্ন মাজারে ভাঙচুরের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনার পেছনে উগ্রপন্থীদের কোনও ইন্ধন থাকতে পারে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, ‘পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডিবি ও থানা পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে। শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত-১৫, আহত-১৯ কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: বিপুল রাসায়নিক উদ্ধার, তিন নারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে শাহ সত্যপীরের মাজার-কয়েকটি কবর ভাঙচুর শিবগঞ্জে খুঁটিতে বেঁধে যুবকের হাত-পা কেটে নেওয়ার চেষ্টা, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সাঁওতাল পল্লীর ঐতিহাসিক পুকুর ভরাট, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী রাজশাহী নগরীর দাসপুকুর আইডি বাগান মাদকের হাটে পরিণত আগামীতে সবাইকে নিয়ে দেশ গড়া হবে : মিলন বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আনন্দ আয়োজন