চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন উপজেলার শালদহ ছৈয়াল বাড়ি এলাকার বাসিন্দা। সে বাজারের একটি ভ্যারাইটিজ স্টোরে কর্মচারী হিসেবে কাজ করত।
এলাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, হঠাৎ করে আগুন লাগলে মুদি দোকানের মালিক জয়নাল আহমেদ দ্রুত দোকান থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও কর্মচারী সাব্বির হোসেন দোকানের ভেতরে আটকা পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে সে গুরুতর দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জিহাদ ফাতেমা স্টোরসহ পাশের দোকানগুলো পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাদ্যের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ, শাহ আলমের হার্ডওয়্যার দোকান ও জয়নালের ভ্যারাইটিজ স্টোর।
স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল্লাহ বিটিসি নিউজকে জানান, জয়নাল ভ্যারাইটিজ স্টোরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পাড়ে। জয়নাল দোকান থেকে বের হতে পারলেও দোকানের কর্মচারী সাব্বির বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যান।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বিটিসি নিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বিটিসি নিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি আলী জাকের রেজা। #















