দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ট্রাক্টরচালকের পরিচয় পরিচয় নিশ্চিত করা হয়েছে।
তার নাম জুহিন (২৩) এবং তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা।
বিকেল ৪টার দিকে এর রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আরেকজনের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি দুর্ঘটনা কবলিত বাসেই ছিলেন এবং ওই বাসচালকের সহকারী অথবা যাত্রী।
পুলিশ ও স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, বেলা ১২টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক্টরচালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে অপর আরেকজন বাসচালকের সহকারী নাকি যাত্রী তার নাম ঠিকানাসহ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় পরপরই বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বাসচালক বাসটি রেখে পালিয়েছে, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দিনাজপুর প্রতিনিধি মো: ইয়ামিন সরকার। #















